আপনার ব্যক্তিগত Instagram একাউন্টটি সুরক্ষা করবেন জেনে নিন বিস্তারিত
আসসালামু আলাইকুম
সোশ্যাল জগতে যোগাযোগের জন্য ফেসবুক, হোয়ার্টস আপ এর মত আরেকটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হলো ইন্সট্রাগ্রাম অনেক সময়
হ্যাকাররা ইউজারদের একাউন্ট হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য গুলো নিয়ে নেয়, আজকে আমরা ইন্সট্রাগ্রাম একাউন্ট কিভাবে সুরক্ষিত করবো সে সম্পর্কে জানবো।
১. পাসওয়ার্ড
আপনার একাউন্টটির পাসওয়ার্ড অন্য কোনো জায়গায় ব্যবহার করা উচিত নয় এবং আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় অন্য কারো সাথে শেয়ার করা ঠিক নয়।পাসওয়ার্ড হতে হবে ছোটবড় অক্ষর ও নম্বর মিলিয়ে, যা সহজে কেউ ধারণা করতে না পারে মতো,কারো নাম,মোবাইল নাম্বার,জন্মতারিখ,পরীক্ষার বছর,রোল নাম্বার ইত্যাদি দেওয়া থেকে বিরত থাকুন নিচে আপনাদের
বুঝার স্বার্থে একটি পাসওয়ার্ড তৈরি করা হলো@mu38+50na#* এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করুন এতে হ্যাকার আপনার দেওয়া পাসওয়ার্ড টি অনুমান করতে ব্যর্থ হবে।
২ টু-ফ্যাক্টর অথেনটিক
আইডিতে টু ফেক্টর অন করা, এক্ষেত্রে কেউ আপনার পাসওয়ার্ড পেলেও এই কোড না থাকার কারণে লগইন করতে পারবে না।
কেউ যদি আপনার একাউন্টটিতে প্রবেশ করে ৩ ধাপে আপনার কাছে মেসেজ যাবে যেমন; অথনেটিক এপ্স মেথড,হোয়ার্টস আপ, নাম্বার মেসেজ অনুরূপ ;Setting >Security > Two Factor Authentication >Get Started
Enable:Authentication App
WhatsApp
Number Text Message
৩.লগইন এক্টিভিটি
যখন আপনি Instagram এ টু ফ্যাক্টর সেট আপ করবেন তখন আপনি একটি সতর্কতা পাবেন যখনই কেউ এমন ডিভাইস বা ওয়েব ব্রাউজার থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করবে যা আমরা চিনতে পারি না। এই সতর্কতাগুলি আপনাকে বলবে কোন ডিভাইসটি লগ ইন করার চেষ্টা করেছে এবং এটি কোথায় অবস্থিত। আপনি আপনার ইতিমধ্যে লগ ইন করা ডিভাইসগুলি থেকে অবিলম্বে অনুরোধটি অনুমোদন বা অস্বীকার করতে পারেন৷ আপনি এটি পাবেন- Setting >Security >Login Activity এর অধীনে যে কোনো সময়ে আপনার Instagram অ্যাকাউন্টে সম্প্রতি লগ ইন করা ডিভাইসগুলির তালিকা দেখতে পারেন। আপনি যদি সাম্প্রতিক লগইন চিনতে না পারেন, তাহলে আপনি সেই অবস্থান বা ডিভাইস থেকে লগ আউট করতে পারেন
৪. আপনার একাউন্টটির সাথে নাম্বার এবং একটি জিমেইল সংযুক্ত রাখুন।
৫. অপরিচিত কোনো লিংক এ যদি আপনার একাউন্টটির নাম্বার /মেইল এবং পাসওয়ার্ড খুঁজে লগইন থেকে বিরত থাকুন।
ধন্যবাদ আপনাকে অনেক মনোযোগ দিয়ে পোষ্ট টি পড়ার জন্য