মেসেন্জারে নতুন ফিচার পাঠানো যাবে ৩০ মিনিট দীর্ঘ ভয়েস ।
by Shahria Siddique February 16, 2022
মেটা মালিকানাধীন ফেসবুক তার মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য কিছু নতুন বৈশিষ্ট্য চালু করছে। বৈশিষ্ট্যগুলির মধ্যে ভ্যানিশ মোড, স্প্লিট পেমেন্ট বিকল্প এবং নতুন ভয়েস বার্তা রেকর্ডিং নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকবে। ব্লগ পোস্টে, ফেসবুক ঘোষণা করেছে যে তারা ভয়েসের সময়কাল বাড়িয়ে ৩০ মিনিট করেছে যা এখন পর্যন্ত মাত্র এক মিনিট ছিল।
মেটা মেসেঞ্জারে নতুন ভয়েস বার্তা রেকর্ডিং নিয়ন্ত্রণও যুক্ত করেছে। ব্যবহারকারীরা এখন অন্য ব্যবহারকারীদের সাথে শেয়ার করার আগে একটি ভয়েস রেকর্ডিং বা বার্তা পূর্বরুপ বা বিরতি করতে পারবেন। ব্যবহারকারীদের রেকর্ডিং মুছে ফেলতে বা অডিও রেকর্ডিং চালিয়ে যেতে সক্ষম করে।
এ ছাড়াও কথা রের্কড এর পর শোনারও সুযোগ পাবেন। অর্থাৎ বন্ধুদের কাছে পাঠানোর আগেই ভয়েস বার্তায় কোনো ভুল আছে কি না, তা যাচাই করে নিতে পারবেন।
ভয়েস মেসেজ ফিচারে আরো যুক্ত হচ্ছে,ভয়েস বার্তা ধারণের সময় বৃদ্ধির পাশাপাশি ভ্যানিশ মোডও চালু হয়েছে মেসেঞ্জারে। নতুন এ সুবিধার আওতায় প্রাপক দেখার পরপরই স্বয়ংক্রিয়ভাবে বার্তাগুলো মুছে যাবে। ফলে ইনবক্স থেকে বারবার বার্তা ডিলিট করতে হবে না।
মেসেঞ্জারের নতুন এসব ফিচার পর্যায়ক্রমে সবাই ব্যবহার করতে পারবেন। অবশ্য এরই মধ্যে কিছু ব্যবহারকারী নতুন সুবিধাগুলো পেয়ে গেছেন। বাকিরাও দ্রুতই এসব সুবিধার আওতায় আসবেন। পারলে এখন নিজের মেসেঞ্জার কে আপডেড করে নিন। তারপরও না একটিভ হলে। কয়েকদিন পর আবার ট্রাই করুন।